DU Result দিলো আজ—দেখবেন যেভাবে

0

Dhaka University, the oldest and largest public university in Bangladesh, is set to publish its honors admission results for 2023 on June 5th. The admission process is highly competitive, with applicants required to meet academic requirements and pass a rigorous admission test. Successful applicants will be required to complete registration within a stipulated time frame and begin their academic journey at one of the premier institutions in the country.

Aspiring students who have applied for the highly competitive undergraduate programs at Dhaka University are eagerly awaiting the publication of the honors admission results, which will determine if they meet the academic requirements and pass the admission test while following the COVID-19 safety protocols, and those who have been selected will need to complete the registration process within the stipulated time frame.

DU Results at Education BD

ঢাবি'র রেজাল্টের তারিখ:

  • বিজ্ঞান - ৫ জুন
  • কলা ও সামাজিক বিজ্ঞান - ৭ জুন
  • চারুকলা - ৫ জুন
  • ব্যবসায় - এখনো জানা যায় নি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল জানার নিয়ম:

  • ইন্টারনেট থেকেঃ

এই ওয়েবসাইটে গিয়ে লগইন করে ফলাফল জানা যাবে৷

  • SMS এর মাধ্যমেঃ
DU<space>Unit keyword<space>DU admission roll no লিখে 16321 নাম্বারে গ্রামীনফোন ব্যাতীত অন্য যেকোনো সীম থেকে মেসেজ সেন্ড করলে ই ফলাফল পাওয়া যাবে। আজকে দুপুর ০১: ০০টায় ফলাফল প্রকাশিত হবে।

Unit Keyword:
  1. ক - SCI
  2. খ - ALS
  3. গ - BUS
  4. চ - FRT
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে DU তে সর্বমোট ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অধ্যাপক শরিফুল ইসলামের দেয়া তথ্যমতে- ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে 'ক ইউনিট বা, বিজ্ঞান ইউনিটে। মোট এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫টি। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন জমা পড়েছে ‘খ’ ইউনিট তথা, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে। এই ইউনিটে ২ হাজার ৯৩৪ টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮২টি।  ‘গ’ ইউনিট বা বিজনেস স্টাডিজে এক হাজার ৫০টি আসনের জন্য আবেদন করেছেন ৪১ হাজার ৩৬৮জন। এছাড়া ‘চ’ ইউনিট তথা চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে সর্বশেষ ৭ হাজার ৯৬টি আবেদন পড়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে পাশের হার: ১০.৬১℅
পাশ করেছেন: ১১১০৯ জন শিক্ষার্থী

@Education BD ❤️

Post a Comment

0Comments
Post a Comment (0)
Youtube Channel Image
TasiNative Subscribe To watch more Tutorials
Subscribe