মেরিন একাডেমি নিয়ে সকল প্রশ্নের উত্তর

0

 মেরিন নিয়ে A-Z প্রশ্ন ও উত্তর 👇

মেরিন একাডেমি নিয়ে তোমার মনে কৌতূহলী প্রশ্ন ও অজানা উত্তর নিয়ে আলোচনা করবো আজ। আশা করছি তোমরা উপকৃত হবে।

 

👉 শুরুতেই জেনে নিই বাংলাদেশে মেরিন একাডেমি কয়টি আছে ও আসন সংখ্যা কত ?

০৯ টি (গতবারের সার্কুলার অনুযায়ী)

এর মধ্যে সরকারিগুলো হলো-

১. বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম (পুরুষ -১৪০ জন, মহিলা -২০ জন)

২. বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা (শুধুমাত্র পুরুষ -৫০ জন)

৩. বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট (শুধুমাত্র পুরুষ -৫০ জন)

৪. বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল (শুধুমাত্র পুরুষ -৫০ জন)

৫. বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর (শুধুমাত্র পুরুষ -৫০ জন)

৬. মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম। মেরিন বিচিত্রা (পুরুষ -৬৫ জন, মহিলা -০৫ জন)


👉 বেসরকারিগুলো হলো-

১. ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা (শুধুমাত্র পুরুষ -৮০ জন)

২. ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি, ঢাকা (শুধুমাত্র পুরুষ -৪০ জন)

৩. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম (শুধুমাত্র পুরুষ -৪০ জন)


[প্রয়োজনীয়তা বিবেচনা করে আসনসংখ্যা কম বেশি হতে পারে]



👉 প্রতিটি প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা কি আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হয় ?

না, সরকারি-বেসরকারি উভয় প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে, মানে একটাই সার্কুলার, একটাই আবেদন ও একটাই ভর্তি পরীক্ষা। ঠিক GST গুচ্ছ বা কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতির মতো।


👉 এবার আসি নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং (মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে) হিসেবে যোগ দিতে আবেদনের যোগ্যতা কী লাগবে ?


প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত একটি নির্দিষ্ট তারিখে ২২ বছর (পূরুষ /মহিলা) বয়স পর্যন্ত হলে আবেদন করতে পারবে।


💥 শিক্ষাগত যোগ্যতা : 

SSC+ HSC/সমমান (Science Group)

উভয় পরীক্ষায় কমপক্ষে G.P.A= 3.50 থাকতে হবে। HSC তে Phy এবং Math এ 3.50 থাকতে হবে। একইভাবে HSC এর English এ 3.00 থাকতে হবে। HSC এর English এ যদি কারো 3.00 না থাকে তা হলে শিক্ষার্থী IELTS পরীক্ষায় সামগ্রিকভাবে 5.5 স্কোর থাকলে সে আবেদনের জন্য বিবেচিত হবে।


💥 উচ্চতা : পুরুষ: ৫'.৪" এবং মহিলা ৫'.২"

💥 দৃষ্টিশক্তি : নটিক্যাল ক্যাডেটদের জন্য -৬/৬ ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য -৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে)।

💥 ওজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চার্ট অনুযায়ী হতে হবে।

💥 আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।


👉 চুড়ান্ত নির্বাচন পদ্ধতির ধাপসমূহ :

এসএসসি ও এইচএসসি জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীকে মূল্যায়ন করা হবে

♦ SSC প্রাপ্ত GPA এর ১৫ গুণ = ৭৫ নাম্বার (সর্বোচ্চ)

♦ HSC প্রাপ্ত GPA এর ২৫ গুণ= ১২৫ নাম্বার (সর্বোচ্চ)

♦ ভর্তি পরীক্ষা (MCQ) = ১০০ মার্ক।

সর্বমোট ৭৫+১২৫+১০০= ৩০০ মার্ক

ভর্তি পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন আসবে। প্রতিটি প্রশ্নের মান ০.৫০। ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বরের ২৫% কাটা যাবে।

-------------------------------

💥 ১০০ নম্বরের (২০০ এমসিকিউ) ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন বিষয়সমূহ।


১। পদার্থ =২৫

২। গণিত =২৫

৩। ইংরেজি =২৫

৪। সাধারণ জ্ঞান =১৫

৫। বাংলা =১০


আশা করা যায় চলতি মাসে খুব শীঘ্রই এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদন নিয়মাবলীর ডিটেইলস পেয়ে যাবেন Education BD website এ। মেরিনে আছে উজ্জ্বল ক্যারিয়ার। মেরিনে পড়াশোনার পর চাকরি নিয়ে কোন ভাবনা নেই। মেরিন ভর্তি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বিশেষ নির্দেশনায় উল্লেখ করা থাকে "সরকারি মেরিন একাডেমি কর্তৃক পাশকৃত সকল ক্যাডেটদের চাকরির বিষয়ে স্ব স্ব একডেমি সকল ধরনের সহযোগিতা প্রদান করবে। বেসরকারি মেরিন একডেমি ক্যাডেট ভর্তির ক্ষেত্রে তাদের নিজস্ব নিয়মাবলী অনুসরণ করবে। বেসরকারি মেরিন একাডেমি কর্তৃপক্ষ ক্যাডেটদের জাহাজে চাকরি দিতে বাধ্য থাকবে।"

সুতরাং, বুঝতেই পারছো সরকারিতে পড় আর বেসরকারিতে পড় চাকরি নিয়ে কোনো চিন্তা নেই। তুমি যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী থাকবে সেই প্রতিষ্ঠান তোমার চাকরি নিয়ে ভাববে। এটাই রুলস। 


সকল প্রশ্নের উত্তরে © জয়কলি।

Managed by © Education BD 

Post a Comment

0Comments
Post a Comment (0)
Youtube Channel Image
TasiNative Subscribe To watch more Tutorials
Subscribe