স্যাটেলাইট উড়াবে বাংলাদেশ 🇧🇩

1

 স্যাটেলাইট উড়বে বাংলাদেশের ভূমি থেকে 🇧🇩

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও তাড়িৎ প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ২ ইউনিট বিশিষ্ট ন্যানোস্যাটেলাইট যেটি বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যাবহৃত হবে।

Nano-satelite model of AUST.


ইতোমধ্যে স্যাটেলাইটটির মেকানিকাল মডেল সফল ভাবে তৈরি করা হয়েছে এবং সকল পর্যাবেক্ষন শেষে ফ্লাইট মডেল তৈরিতে হাত দিয়েছে স্যাটেলাইট প্রকল্প বাস্তবায়ন দল।
পরিকল্পনা মোতাবেক স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কি.মি. উচ্চতায় স্থাপন করা হবে এবং পর্যাবেক্ষন ও গবেষনার জন্য সেটির গ্রাউন্ড স্টেশনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও তাড়িৎ প্রকৌশল বিভাগ ।

বি: দ্র: এই পোস্টে দেওয়া ছবিটি স্যাটেলাইটের একটি মেকানিকাল মডেল মাত্র। ফ্লাইট মডেলটি বর্তমানে ডেভলপমেন্ট পর্যায়ে আছে এবং লঞ্চের আগে সর্বোচ্চ সংখ্যক টেস্ট করা হবে।
Tags

Post a Comment

1Comments
Post a Comment
Youtube Channel Image
TasiNative Subscribe To watch more Tutorials
Subscribe